সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর অনেকেই এই চুল নিয়ে সব সময় ঝামেলার মধ্যে থাকি। অনেক সময় স্কিন কেয়ার করতে গিয়ে চুলের জন্য বাজেট থাকে না। তাদের এই জন্য এই sunsilk shampoo হতে পারে বেস্ট চয়েস কারন সাইজ অনেক বড় তাই একটা কিনলে ৪-৬ মাস ব্যবহার করা যায়। সানসিল্কের শ্যাম্পুগুলো কম বেশি আমরা সবাই ব্যবহার করেছি। কিন্তু লোকাল যে শ্যাম্পুটা সচারাচর সব জায়গাতেই পাওয়া যায় ওইটা আর থাইল্যান্ডের শ্যাম্পুটা কখনোই এক না। লোকাল কিনে উপকার না পেয়ে অনেকেই ভুল ভাবেন যে এই শ্যাম্পুতে কাজ হয় না। থাইল্যান্ডের অরিজিনাল সানসিল্কটি ব্যবহার করলে উপকার পাবেন।
☑️চুল পড়াঃ গোল্ডেনটা খুব ভাল কাজ করে হেয়ার ফল সল্যুশনে। চুল পড়া বন্ধ হবে + গজাবে।
☑️রুক্ষ চুলঃ হলুদ আর পিংকটা চুল খুব সফট করবে। আর সাথে ক্যাস্টর অয়েল দিবেন চুল গজাতে।
☑️নিষ্প্রাণ চুলঃ চুল ডাল আর নিষ্প্রাণ হলে আর খুব ময়লা হলে, সবুজ লাইভলি ফ্রেশ কিন্তু আপনারাই আনার জন্য সাজেস্ট করেছিলেন।আরেকটা সবুজ আছে হেলদি এন্ড লং।
☑️খুশকিঃ নতুন সংযোজন নীল ড্যানড্রাফের জন্য সানসিল্ক ব্লু।
☑️সোজা চুলঃ বেগুনিটা চুলের সোজাভাব ঠিক রাখে। কিন্তু রিবন্ডের কারণে ড্যামেজ হলে আর চুল পড়লে কমলাটা এবং ক্যাস্টর অয়েল ইউজ করবেন।
☑️ব্লাক শাইনঃ ঝলমলে কালো চুলের জন্য সানসিল্ক ব্ল্যাক শাইন কে না জানে!
☑️ডেমেজ হেয়ারঃ ড্যামেজ হেয়ার হলে, কমলাটা ইউজ করবেন।ক্যাস্টর অয়েল সাথে ইউজ করলে চুল পড়াও কমবে।